Saturday , 14 December 2024

মোংলার দুটি স্কুলে দুর্নীতি প্রতিরোধ কমিটির কলমদানি বিতরণ

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

দুর্নীতি দমন কমিশন’র অর্থায়নে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় এবং মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি রবিবার সকালে কলমদানি বিতরণ করা হয়।

 

মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে কলমদানি বিতরনের আগে সততা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। উল্ল্যেখ্য স্কুল দুটিতে দুর্নীতি বিরোধী শ্লোগান লিখিত তিনশো ত্রিশটি কলমদানি বিতরণ করা হয়।

রবিবার সকাল ১১টায় মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং বেলা ১২টায় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ে কলমদানি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। স্কুল দুটিতে কলমদানি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রদান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুনীতি রায়, রীতা সরকার, গীতিকাল মোল্লা আল মামুন প্রমূখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে গণজাগরন সৃষ্টির আহ্বান জানান। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে কলমদানি বিতরনের আগে সততা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। উল্ল্যেখ্য স্কুল দুটিতে দুর্নীতি বিরোধী শ্লোগান লিখিত তিনশো ত্রিশটি কলমদানি বিতরণ করা হয়।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …