Saturday , 14 December 2024

এপে. হারুন অর রশিদ এপেক্স বাংলাদেশের জাতীয় সম্প্রসারন পরিচালক (এন ই ডি) নির্বাচিত

॥ বিশেষ প্রতিনিধি ॥

রাগত ১৪ জানুয়ারি শনিবার আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের বগুড়ায় আয়োজিত জাতীয় কনভেনশনে অনুষ্ঠিত নির্বাচনে এপেক্স ক্লাব অব মিরপুরের সাবেক সভাপতি এপে. হারুন অর রশিদ জাতীয় সম্প্রসারন পরিচালক ( এনইডি)পদে বিনাপতিদন্ডিতায় জয়লাভ করেন।

 

 নির্বাচনে সারা দেশ থেকে ৯৮টি ক্লাবের ৯৮ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এপে. হারুন অর রশিদ ২০১০ সালে এপেক্স ক্লাব অব মিরপুরের সদস্য হন, ২০১৭ সালে সভাপতি হয়ে মিরপুর ক্লাবকে নেতৃত্ব দেন।

উক্ত নির্বাচনে সারা দেশ থেকে ৯৮টি ক্লাবের ৯৮ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এপে. হারুন অর রশিদ ২০১০ সালে এপেক্স ক্লাব অব মিরপুরের সদস্য হন, ২০১৭ সালে সভাপতি হয়ে মিরপুর ক্লাবকে নেতৃত্ব দেন। ২০১৮ সালে জেলা ২ এর জেলা সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে জেলা গভর্ণর-২ হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ এবং ২০২১ সালে জাতীয় কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। এপেক্স ক্লাব অব িমুপুরের প্রার্থী হিসেবে এপে. হারুন অর রশিদ নির্বাচিত হওয়ায় ক্লাব সদস্যরা উচ্ছসিত। তিনি সকল এপেক্সিয়ান ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …