॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গয়হাট্রা ছালেহা ইছহাক উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে সাহান (৪৫) নামের এক জন কে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আল- আমিন হোসেন জানান, সাহান, নিয়াম ও সাদ্দাম সহ বেশ কয়েকজন যুবক অতর্কিত হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও মূল্যবান জিনিস পত্র ভাংচুর করেছে। আমি তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছি।
সাহান উপজেলার পুর্নিমাগাঁতী ইউনিয়নের হাট একান্নপুর গয়হাট্রা গ্রামের আনোয়ার ফকিরের ছেলে। ৩ ডিসেম্বর রবিবার সকালে হাট একান্নপুর গয়হাট্রা গ্রামের আনোয়ার ফকিরের ছেলে সাহান, সাত্তার ফকিরের ছেলে সাদ্দাম (৩২), সাখোয়াত ফকিরের ছেলে নিয়াম সহ অজ্ঞাত বেশ কয়েকজন যুবক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের রুমে ঢুকে প্রধান শিক্ষককে অপদস্ত ও হেয় করে এবং তার অফিসে থাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরসহ অফিসের মুল্যেবান টেবিল আসবাবপত্র ভেঙে বেড়িয়ে যায়।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আল- আমিন হোসেন জানান, সাহান, নিয়াম ও সাদ্দাম সহ বেশ কয়েকজন যুবক অতর্কিত হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও মূল্যবান জিনিস পত্র ভাংচুর করেছে। আমি তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছি।
ঘটনার পরে ছালেহা ইছহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেনে। ঘটনাস্থল থেকে সাহান ( ৪৫ ) নামের একজনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার উপ – পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, সাহান নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম থানায় এসেছেন মামলার প্রস্তুতি চলছে।