Wednesday , 11 December 2024

বাশেঁর সাকোঁই ১৫ টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা

॥ শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে একটি ব্রিজের অভাবে ১৫ টি গ্রামের প্রায় লাখ মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যমই হচ্ছে বাশেঁর সাকোঁ।তুইতাল বকচর ইছামতী নদীতে একটি সেতুর অভাবে ভোগান্তির শেষ নেই।

 

 এখানে একটি সেতু স্থানীয়দের ধীর্ঘ দিনের দাবি। তাছাড়া একানে একটি ব্রিজ হলে নবাবগঞ্জ ঢাকা শহ মানিকগঞ্জ সাথে যাতায়াত সহজতর হবে।

 একটি সেতু না হওয়ার কারনে লাখো মানুষের একমাত্র চলাচলের মাধ্যম এখন ঝরাজীর্ন বাশেঁর সাকোঁ।এই বাশেঁর সাকোঁ দিয়ে পারারার হতে গিয়ে অনেকেই দুর্ঘনার স্বীকার হোন। এখানে রয়েছে তুইতাল প্রভাতি বাজার, সাথে গ্রীজা,বাজারে রয়েছে সরকারি রুপালী ব্যাংক,

মিডল্যান্ড ব্যাংক,এনজিও সহ কয়েকশত দোকানপাট আর এই সকল বানিজ্যিক প্রতিষ্ঠানের যাতায়াতের একমাত্র উপায় এই বাশেঁর সাঁকো।

এছাড়াও রয়েছে তুইতাল সরকারি প্রাইমারি স্কুল,বালিকা উচ্চ বিদ্যালয়, তুইতাল বকচর সরকারি ও হাইস্কুল কয়েকটি মাদ্রাসা আর এই স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের পারারাপারের বাশেঁর সাঁকোই একমাত্র ভরসা। এখানে একটি সেতু স্থানীয়দের ধীর্ঘ দিনের দাবি। তাছাড়া একানে একটি ব্রিজ হলে নবাবগঞ্জ ঢাকা শহ মানিকগঞ্জ সাথে যাতায়াত সহজতর হবে।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …