Saturday , 17 January 2026

কালীগঞ্জে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার।

॥ নিজস্ব(কুষ্টিয়া) প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ (জানুয়ারি) রোববার সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার জামতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহীম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

জানা যায়, ওই গ্রামের মাঠে উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার বিষ্ণুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন তিনি।এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানাতে পারেনি পুলিশ। মৃত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর গ্রামের সুনীল বৃষ্ণ’র ছেলে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহীম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Check Also

ডাকাতির প্রস্তুতিকালে সুবর্ণচরে পিকআপসহ আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ …