মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে

॥ কক্সবাজার জেলা প্রতিনিধি ॥

রূক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সোমবার বিকেলে তিনি কক্সবাজার শহরের কস্তুরাঘাট ব্রিজ ও বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। সোমবার বিকেলে তিনি কক্সবাজার শহরের কস্তুরাঘাট ব্রিজ ও বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।

কক্সবাজার সদর – রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল , মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মহম্মদ শাহিন ইমরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …