Tuesday , 11 February 2025

ক্বাওমী ফাউন্ডেশন নোয়াখালীর উদ্যোগে শিব্বির আহম্মদের স্বরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালীর উদ্যোগে মরহুম আল্লামা শিব্বির আহম্মদ (রাঃ) এর স্বরণে আলোচনা ও দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্বওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের পরিচালনায় দত্তেরহাট নোয়া কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জামিয়া কারিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জুনায়েদ আল হাবিব, প্রমুখ।

আল্লামা সিদ্দিক আহমদ নোমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জামিয়া কারিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জুনায়েদ আল হাবিব, প্রমুখ। পরে দোয়া মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করা হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও ছাত্রসহ ১ হাজার লোকের সমাগম গটে।

 

Check Also

ক্রেতার মৃত্যুতে কিস্তি মওকুফ, আরও ৫০০০০ টাকা সহায়তা ওয়ালটনের 

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র …