Saturday , 14 December 2024

হাতিয়ায় বনবিভাগের উদ্যোগে জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও সাইকেল বিতরণ

॥ উত্তম সাহা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুক্রবার সকালে উপজেলার হলরুমে বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।

নোয়াখালী বনবিভাগের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক – গোবিন্দ রায় ।টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের উপ পরিচালক -ড.মো.জহিরুল হক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বনবিভাগ নোয়াখালী মোঃ ফরিদ মিঞা। অনুষ্ঠান পরিচালনা করেন জাহাজমারা রেঞ্জের রেঞ্জার মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বনের উপর নির্ভশীল ১শ’ জন নারী পুরুষের প্রতিজনকে ২৫ হাজার টাকা করে এবং ১শ’ জন বন প্রহরী মাঝে ১০০ টি সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আলী।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …