Saturday , 14 December 2024

গোয়ালন্দে জেলেদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বকনা বাছুর বিতরণ

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

লিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রথম পর্যায়ে ১৭ জন জেলের মধ্যে ১টি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

গোয়ালন্দ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৯ মে) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বকনা বাছুরগুলো বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা প্রমুখ।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …