রবিবার , ২১ জুলাই ২০২৪

হাতিয়া‌‌য় ২৫যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত বোট ডুবি” নিখোঁজ- ১

॥ আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায় ঘটনাটি ঘটে হাতিয়া সংলগ্নচর আতাউরের পাশে। ২৫ শে আগস্ট শুক্রবার আনুমানিক বিকেল চারটায় চরআতাউর সংলগ্ন এলাকায় একটি ছোট যাত্রী পারা পারের ইঞ্জিন চালিত বোট ২৫ জন লোক নিয়ে হাতিয়া তমরদ্দি ইউনিয়নের কোরালিয়ার ঘাটের উদ্দেশ্য রওয়ানা করে

 

নিখোঁজ ব্যাক্তি মোহাম্মদ শাহজাহান (৪০), পিতা মোস্তাফিজুর রহমান, লোকটি তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। খবর পেয়ে হাতিয়া বিসিজি স্টেশান দক্ষিণজোনের কোস্টগার্ড ঘটনা স্হলে গিয়ে নিখোঁজ মোঃ শাহজাহানকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে নদীর মাঝখানে আসলে বোটটি প্রবল ঢেউ এর ধাক্কায় ডুবে যায় এসময় বোটে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জনকে পাশে থাকা অন্য একটি বোটের সহায়তায় উদ্ধার করা হলেও ১ জন কে খুঁজে পাওয়া যায় নাই।

নিখোঁজ ব্যাক্তি মোহাম্মদ শাহজাহান (৪০), পিতা মোস্তাফিজুর রহমান, লোকটি তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। খবর পেয়ে হাতিয়া বিসিজি স্টেশান দক্ষিণজোনের কোস্টগার্ড ঘটনা স্হলে গিয়ে নিখোঁজ মোঃ শাহজাহানকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …