Saturday , 14 December 2024

“নবাবগঞ্জে ভুয়া চিকিৎসক বিরোরী মোবাইল কোর্ট পরিচালনা ১জন কে ১(মাসের) বিনাশ্রম কারাদণ্ড “

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

জ  ০৫/০৫/২০২৩   নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় পরিষদ মার্কেটস্থ প্রাইভেট চেম্বার সালমান অপটিকস থেকে মোঃ সাইফুল ইসলাম (৪৪) নামক একজন ভুয়া চোখের ডাক্তারকে রোগী দেখারত অবস্থায় আটক করা হয়েছে। তার বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই, এমবিবিএস সনদ নেই।

 

 

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সরকারি ডাক্তার উপস্থিত থেকে উক্ত অপরাধীকে সনাক্ত (নিবন্ধন, এমবিবিএস সনদ আছে কিনা) করে দিয়েছেন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

তিনি মূলত কাপড়ের ব্যবসায়ী এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নাগরিক। তবে প্রতি সপ্তাহে নবাবগঞ্জে চোখের রোগী দেখতে আসেন। তাকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সরকারি ডাক্তার উপস্থিত থেকে উক্ত অপরাধীকে সনাক্ত (নিবন্ধন, এমবিবিএস সনদ আছে কিনা) করে দিয়েছেন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সরকারি ডাক্তার উপস্থিত থেকে উক্ত অপরাধীকে সনাক্ত (নিবন্ধন, এমবিবিএস সনদ আছে কিনা) করে দিয়েছেন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …