মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

হাতিয়ার জাতিসংঘের সহকারী মহাসচিব ও সফর সঙ্গীকে ফুলের শুভেচ্ছা

।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধিঃ ।।

বিবার সকালে (নোয়াখালীর ) ১০/৯/২০২৩ইং এ বিচ্ছিন্ন দীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক অবস্থা সরেজমিনে দেখতে রবিবার সকালে এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।

 

পরিচালক কান্নি উইগনারাজার তার সমাপনী বক্তব্যে সম্মিলিত সবার অংশ গ্রহণের মাধ্যমে কাঙ্খীত জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ জানান। পরে হেলিকপ্টার যোগে হাতিয়া ভাষানচরের রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেন।

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক নাফিউল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানলিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তি জাইপাহাড়ী,

কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মো. আব্দুল কাইউম ও মহাপরিচালক (মিয়ানমার শাখা) মিয়া মো. মাইনুল কবির।পরে হাতিয়া পরে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।

এসময় বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ডা. খালেদ সাইফুল্ল্যাহ,

সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এসময় সফর রত প্রতিনিধিদের কাছে হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাবুদ মোর্শেদ লিটন, দ্বীপের নদী ভাঙন সমস্যা, কৃষি, মৎস্য ও চিকিৎসা ব্যবস্থার নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার তার সমাপনী বক্তব্যে সম্মিলিত সবার অংশ গ্রহণের মাধ্যমে কাঙ্খীত জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ জানান। পরে হেলিকপ্টার যোগে হাতিয়া ভাষানচরের রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেন।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …