মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
ছবিঃ আবুল হোসেন রাজবাড়ী

গোয়ালন্দে ১৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন ও মাদকসহ ১৮টি মামলার পলাতক আসামী আরমান ওরফে রনিকে (২৫) গ্রেপ্তার করেছে।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধী পলাতক রনিকে গ্রেপ্তার করা হয়।

সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধী পলাতক
রনিকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা ৮টি, অস্ত্র আইনে মামলা ১টি, দস্যুতার মামলা ২টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন মামলা ২টিসহ অন্যান্য আরো ৩টি মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত রনিকে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …