Saturday , 14 December 2024

কলারোয়ার গবিনাথপুরে মুড়ির মিলের মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা প্রতিনিধি ॥

লারোয়া পৌরসদরের গবিনাথ পুর গ্রামে মোঃ রবিউল ইসলামের মুড়ির মিলে গত ২৮জুন বুধবার ভোরে কোন একসময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে ৩০ লক্ষ টাকা মালামাল পুড়ে ভস্মীভূত।

 

গোডাউনে থাকা বাদাম, মুড়ি,মুড়ির-চাউল মালামাল সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার জানান। মুড়ির ব্যবসায়ী রবিউল ইসলাম সাংবাদিকদের জানান আমি ২০ জুন কলারোয়া শাখার সাউথ বাংলা ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা উত্তলন করি, বলেও জানান।

গবিনাথ পুর গ্রামে মোঃ রবিউল ইসলামের মুড়ির মিলে। এলাকাবাসী দেখতে পেয়ে কলারোয়ার ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তারা দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

তার আগে গোডাউনে থাকা বাদাম, মুড়ি,মুড়ির-চাউল মালামাল সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার জানান। মুড়ির ব্যবসায়ী রবিউল ইসলাম সাংবাদিকদের জানান আমি ২০ জুন কলারোয়া শাখার সাউথ বাংলা ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা উত্তলন করি, বলেও জানান।

সেই টাকা দিয়ে কাঁচা- বাদম, চাউল ও মুড়ির চাউল ক্রয় করেন আর বলেন আমার সব শেষ হয়েগেল। ব্যবসায়ী রবিউল ইসলাম এলাকার সহজ সরল নম্র ভদ্রলোক হিসাবে সবার কাছে পরিচিত তাঁর এই ক্ষয়ক্ষতির জন্য এলাকাবাসী ও তার সাথে হতাশা গ্রস্থ কারন ব্যাংকের টাকা এখন সে কি করে পরিশোধ করবে, তার তো পুজি সব শেষ হয়েগেল।।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …