সোমবার , ১৪ অক্টোবর ২০২৪

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।। আবুল হোসেন সভাপতি,শামীম শেখ সাধারন সম্পাদক নির্বাচিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা

রাজবাড়ীর ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহনা টিভি ও দৈনিক ভোরের পাতার গোয়ালন্দ প্রতিনিধি মুহাম্মাদ আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ নির্বাচিত হন। নির্বাচনে মোট ১১ ভোটের মধ্যে তারা দুজনই ৭ টি করে ভোট পান।

 

ভোট গননা শেষে রাত সারে ৮ টার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের সদস্য প্রবীন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন এবং জেলা আইনজিবী সমিতির সিনিয়র আইনজিবী এ্যাডঃ এবিএম সাত্তার।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ ও দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন স্বদেশ বিচিত্রার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করে সমকালের গোয়ালন্দ ও বৈশাখী টিভির রাজবাড়ী প্রতিনিধি শিকদার মুহাঃ আসজাদ হোসেন আজু ৪ টি এবং সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের গোয়ালন্দ সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা পান সমান ৪টি করে ভোট।

ভোট গননা শেষে রাত সারে ৮ টার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের সদস্য প্রবীন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন এবং জেলা আইনজিবী সমিতির সিনিয়র আইনজিবী এ্যাডঃ এবিএম সাত্তার।

গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল নব নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা,

সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, সমাজ কল্যান সম্পাদক হুমায়ুন কবির পলাশ, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন ও স্হানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

Check Also

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ …