Saturday , 14 December 2024
ছবি: আবুল হোসেন রাজবাড়ী

গোয়ালন্দে মাঠ দিবস পালিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

ন্নত বীজে কৃষক বাঁচে, ভালো বীজে ভালো ফসল আসে, তাতে কৃষক হাসে এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পালিত হলো মাঠ দিবস।

 

 

 সবুজ মাঠ চত্ত্বরে ইউনাইটেড সীড কর্তৃক আয়োজিত কৃষকের আস্থা ও আধুনিক সেবার শীর্ষে বিজলী-১১ হাইব্রিড জাতের টমেটোর মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ জানুয়ারি সকাল ১০ টা দিকে দেবগ্রাম মুন্সী বাজার সংলগ্ন বেথুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সবুজ মাঠ চত্ত্বরে ইউনাইটেড সীড কর্তৃক আয়োজিত কৃষকের আস্থা ও আধুনিক সেবার শীর্ষে বিজলী-১১ হাইব্রিড জাতের টমেটোর মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ নজরুল ইসলাম কারী এর সভাপতিত্বে ইউনাইটেড কোম্পানি প্রতিনিধি বিকাশ চন্দ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সুধির চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জুলফিকুর রহমান , আদদ্বিন আহমেদ, ইউনাইটেড সীড কর্তৃক প্রদত্ত ডিলার জনাব হুমায়ন আহমেদ, রিটেইলার শাহজাহান ব্যাপারী , মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …