শনিবার , ২০ জুলাই ২০২৪
ইনসেটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়নুল হক (৭৪)

সিরাজগঞ্জে চির নিদ্রায় সায়িত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়নুল হক (৭৪)

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের নন্দকুশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ ২২শে এপ্রিল-২০২৪ রোজঃ সোমবার শ্বাসকষ্ট জনিত কারনে দুপুর ২ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিন (০৩) ছেলে, এক (০১) মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্ব-শরীরে অংশগ্রহণ করে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্মের অগ্রণী ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধাগণ। জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন এই মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে তাদের অগ্রণী ভূমিকার জন্যই আজ এই স্বাধীন বাংলাদেশ।

এসময় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি জাহিদুল ইসলাম এর পরিচালনায় মরহুমের জীবনের উপর স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন, সলংগা থানা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, সলংগা থানা আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাবেক সভাপতি আলহাজ্ব জিন্নাহ আলম তালুকদার, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কেফায়েত হোসেন, মরহুমের সন্তান সহ প্রমূখ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্ব-শরীরে অংশগ্রহণ করে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্মের অগ্রণী ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধাগণ। জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন এই মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে তাদের অগ্রণী ভূমিকার জন্যই আজ এই স্বাধীন বাংলাদেশ।

উপজেলা প্রশাসনের গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলির পর হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়নুল হক। রাত্রি ৯ঘটিকার সময় দক্ষিণ কালিকাপুর মাদ্রাসা মাঠে মাওলানা শাহাদত হোসেন এর ঈমামতিতে জানাযা শেষে দাফন কার্য সম্পূর্ণ করা হয়।

জাতির সূর্য সন্তানের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত রামকৃষ্ণপুর ইউনিয়ন বাসী। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …