সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪

উপজেলা নির্বাচন নবাবগঞ্জ- ২০২৪

॥ নিজস্ব প্রতিনিধি ॥

ঢাকা নবাবগঞ্জে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

 

মহিলা ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় মহিলা শ্রমিক লীগের ঢাকা জেলার আহ্বায়ক আগলা থেকে গাজী শাকিলা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঢাকা সূত্রে জানা গেছে।

উপজেলা চেয়ারম্যান পদে মো.জালাল উদ্দিন জালাল নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান পদে ১। পত্তনদার মো.রকিবুর রহমান রাকিব বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। , ২। মো.তাজুল ইসলাম,সহ-সভাপতি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।, ৩। মধ্যম কুমার সিদ্ধা আকাশ ও ৪। কায়েস আহমেদ।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় মহিলা শ্রমিক লীগের ঢাকা জেলার আহ্বায়ক আগলা থেকে গাজী শাকিলা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঢাকা সূত্রে জানা গেছে। এর আগে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ‌ঢাকা নবাবগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদের মধ্যে ১। নাসির উদ্দিন আহমেদ ঝিলু,২। মো.শেখ বোরহান উদ্দিন,৩। মো.মোয়াজ্জেম হোসেন, ৪। মোহাম্মদ বাবুল মিয়া, ৫। মো.জালাল উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন , ১। মধ্যম কুমার সিদ্ধা আকাশ, ২। দিলীপ কুমার মন্ডল, ৩। মো.তাবির হোসেন খান পাভেল, ৪। মো.আকতার হোসেন, ৫। মো.হাবিবুর রহমান, ৬। মোহাম্মদ আরিফুর রহমান, ৭। কায়েস আহমেদ, ৮। মো.তাজুল ইসলাম, ৯। পত্তনদার মো.রকিবুর রহমান রাকিব,

উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৬ জন এদের মধ্যে, ১। দীপা কবির, ২। রোকসানা বেগম, ৩। ইয়াসমিন আক্তার, ৪। গাজী শাকিলা, ৫। নিলুফা আক্তার, ৬। মনিকা ইসলাম,

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১। মনিকা ইসলাম ও ভাইস চেয়ারম্যান ২। তাবির হোসেন খান পাভেল
এর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। বাতিলকৃত মনোনয়নপত্রের বৈধতা পেতে আপিল করেছিল।, এরমধ্যে মনিকা বৈধতা পেয়েছেন। তবে তাবির, হোসেন খান পাভেল তিনি মহামান্য হাইকোর্টে, আপিল করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা, গেছে। আপিল করলে আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধতা দিতে পারেন

 

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …