Tuesday , 6 January 2026

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে জরিমানা

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকা জেলার নবাবগঞ্জের কৈলাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৮ মে) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

 

 

এসব অভিযোগে নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স গ্রহণ করা জন্য বলা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নাসিউদ্দিন বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছিলো। এছাড়া বেকারিতে কেক তৈরি করতে পাম ওয়েল ব্যবহারের পাশাপাশি অত্যন্ত নোংরা পরিবেশে অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে আসছিলো। এসব অভিযোগে নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স গ্রহণ করা জন্য বলা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, এধরনের অভিযান চলামান থাকবে

Check Also

‘আরিফ প্রি-ক্যাডেট স্কুল’ এ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

॥  এম ইসলাম আরিফ, সলংগা  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ শি ক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে …