Wednesday , 7 January 2026

পাংশায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে রবিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষচারা বিতরণ করা হয়।

 

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে রবিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন এবং কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার,

পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমূখ বক্তব্য রাখেন। উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের জেলা পুলিশ সুপারের নাম ও পোশাক পরিহিত …