Wednesday , 11 December 2024

আন্তর্জাতিক কলকাতা বইমেলা

॥ দেবব্রত রায় চৌধুরী, কোলকাতা প্রতিনিধি ॥

মানুষের আগমন কেবল বইয়ের টানে নয় বাঙালির আরো এক মেকবন্ধন টানের উৎসব এই কলকাতা বইমেলা !

 

 

ইতিহাসের সাথে পুনরায় আড্ডা দেওয়া, আরো কতকি বৈশিষ্ট সহ আপনার জন্যে উপস্থিত এই বইমেলা উৎসব !

জানা অজানা হাজারো বইয়ের গন্ধ, ও জ্ঞানের সমুদ্রমন্থন,সমাজের বিশিষ্ঠ জনদের আনাগোনা,অজানাকে জানা আর অচেনার সাথে সাক্ষ্যৎ, এবং ইতিহাসের সাথে পুনরায় আড্ডা দেওয়া, আরো কতকি বৈশিষ্ট সহ আপনার জন্যে উপস্থিত এই বইমেলা উৎসব ! কলকাতা বইমেলা প্রাঙ্গন করুণাময়ী সল্টলেক ! ৩১ শে জানুয়ারি ২০২৩ থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত্য, সময় বেলা ১২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত্য,,,

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …