শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪

সলংগায় এক মনোহারি দোকানদারের রহস্য জনক মৃত্যু

॥ আরিফুল ইসলাম, সলংগা ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জ সলংগায় বিজয় কুমার সুত্রধর(২১)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজয় কুমার সলংগা থানার ঘুরকা ইউনিয়নের ঘুরকা সুত্তার পাড়া গ্রামের সুত্রধরের ছেলে,সে সুত্তারপাড়া গ্রামের মনোহারি দোকানদার।

 

সলংগা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

 শনিনার ১৫ জুলাই বেলা ১২ টার দিকে তার চাচা বিষ্ণু সূত্রধর জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে।পরে আজ দোকানের৷ বাহির থেকে ডাকাডাকি করে কোন কোন সাড়াশব্দ না পেলে আশেপাশের লোকজন এসে দোকান ভেঙে ভেতরে ঢুকে দেখে কারেন্টের তার গলার সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সলংগা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের মৃত্যুর কারণ তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Check Also

রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি …