মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

হাতিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

॥ আরজু আরা, হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া লিগ্যাল এইড বিশেষ ( কমিটি ) চৌকি আয়োজনে , আইনগত সহতা দিবস পালিত।
‘স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানে” ২৮/৪/০৪/২৪ রোজ রবিবার সকাল দশটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে ওছখালী প্রধান সড়ক প্রদক্ষিন করে ।

 

হাতিয়া লিগ্যাল এইড বিশেষ ( কমিটি ) চৌকি আয়োজনে , আইনগত সহতা দিবস পালিত। ‘স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানে”

সহকারি জজ আদালতের এজলাস কক্ষে‌ এডভোকেট নুরুল ইসলাম হোসেন এর সঞ্চালনায়,হাতিয়া সহকারি সিনিয়র জজ এইড লিগ্যাল কমিটি (চৌক )চেয়ারম্যান শিশির কুমার বসুর সভাপতিত্বে ‌ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষীশ চাকমা ,

উপজেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফ আহম্মেদ , হাতিয়া উপজেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন আহমেদ , এডভোকেট ইউনূস, এডভোকেট ফজলে এলাহি তুহিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা আইনজীবী সমিতির সিনিয়র লয়ার বৃন্দ, মোহরার ও হাতিয়া দ্বীপ উন্নয়নে কর্মকর্তা ও কর্মী, বৃন্দ ।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …