মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

সেতুমন্ত্রীর ভুয়া ডিও লেটারে বদলি স্থগিত’ গনপুর্ত প্রকৌশলী আন্দালিবের শাস্তির দাবিতে মানববন্ধন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধি ॥

ওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাডে ভুয়া ডিও লেটার তৈরী করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে বোকা বানিয়ে নিজ বদলি স্থগিত করা গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবকে চাকুরিচ্যুত ও বিভাগীয় শাস্তির দাবি করে মানববন্ধন করছে ঠিকাদার ও স্থানীয়রা।

রোববার দুপুরে জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরআগে সকাল থেকে গণপূর্ত বিভাগ নোয়াখালী কার্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে রাখেন কর্মকর্তারা। এসময় অফিসের বাহিরে অবস্থান করা ডিবি পুলিশের সদস্যরা ঠিকাদারদের কার্যালয়ে ডুকতে বাঁধা দেয়।

মানববন্ধনে গণপূর্ত বিভাগ নোয়াখালীর তালিকাভুক্ত ঠিকাদার মো.আবু নাছের, রাজিব হোসেন, ওমর শাহেদ রিশাদ, আল মাহমুদ হোসেন রোমেল প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় ঠিকাদাররা বলেন, প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব নোয়াখালীতে যোগদানের পর থেকে অনিয়মের মাধ্যমে নিজ পছন্দের ঠিকাদারদের সুবিধা দিতে ইজিপি দরপত্র নিয়ন্ত্রণ, সরকারি জমি বেদখলে সহযোগিতা সহ নানা দুর্নীতি ও অনিয়ম করে আসছে।

ওই কাজ পাইয়ে দিতে মোটা অংকের বিনিময়ে ভুয়া কাগজপত্রে এনডিএ’কে নির্বাহী প্রকৌশলী সা’স মোহাম্মদ আন্দালিব ও তাঁর সেন্ডিকেটের সদস্যরা সহযোগিতা করে।

এসব অনিয়ম ও দুর্ণীতির ঘটনা বেশ কয়েকটি গণমাধ্যমেও প্রকাশ পায়। গত ২০ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে সা’দ মোহাম্মদ আন্দালিবকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়। একই আদেশে ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছানকে নোয়াখালীতে সা’দ মোহাম্মদ আন্দালিবের স্থলাভিষিক্ত করা হয়েছে।

কিন্তু ওই আদেশ অবিলম্বে কার্যকর হবে বললেও সা’দ মোহাম্মদ আন্দালিব দীর্ঘ এক মাস ধরে মো. কামরুল হাছানকে দায়িত্ব ঝুঝিয়ে না দিয়ে নিজ বদলি ঠেকাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্যাডে ভুয়া ডিও লেটার তৈরী করে গত ০৮ এপ্রিল গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেন।

ওই ভুয়া ডিও লেটার সত্যভেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী জরুরি ব্যবস্থা নিতে ডিও লেটারের ওপর তাঁর মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। পরবর্তীতে ওই ডিও লেটারটি গত ১৫ এপ্রিল ভুয়া বলে প্রকাশ পেলে প্রকৌশলী আন্দালিবের ফেনী জেলার বদলি স্থগিত করে দেয় মন্ত্রণালয়।

গণপূর্ত বিভাগ নোয়াখালীর তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স জামাল এন্ড কোং এর প্রোপাইটর মো. জামাল উদ্দিনসহ গণপূর্ত বিভাগের একাধিক ঠিকাদার অভিযোগ করে বলেন, ২৮০ কোটি টাকা ব্যয়ে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজের জন্য ঈদ এবং জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে গত ০৪ জানুয়ারী দরপত্র আহব্বান করে গণপূর্ত বিভাগ নোয়াখালী।

ওই দরপত্রে অংশ নিয়ে মেসার্স জামাল এন্ড কোং ও এনডিএ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হন। ওই কাজ পাইয়ে দিতে মোটা অংকের বিনিময়ে ভুয়া কাগজপত্রে এনডিএ’কে নির্বাহী প্রকৌশলী সা’স মোহাম্মদ আন্দালিব ও তাঁর সেন্ডিকেটের সদস্যরা সহযোগিতা করে। দরপত্র নির্বাচনের পরই এনডিএ’র দাখিলকৃত কাগজপত্র ভুয়া বলে গণপূর্ত মন্ত্রণালয়ে অভিযোগ করে মেসার্স জামাল এন্ড কোং এর প্রোপাইটর মো. জামাল উদ্দিন। মন্ত্রণালয়ে এনডিএ’র দাখিলকৃত কাজগপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় ওই কাজের পুনঃদরপত্র আহব্বান করে।

এছাড়াও সেন্ডিকেটের মাধ্যমে এপিপি-২২-২৩, ২৩-২৪ অর্থবছরের রাজস্ব খাতের প্রায় ১০ কোটি টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রকৌশলী আন্দালিবের বিরুদ্ধে। সর্বশেষ নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবকে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লালমনিরহাট জেলায় স্ট্যান্ড রিলিজ বদলি করা হয়। এই বদলিতে নাকচ ঠিকাদাররা প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবকে চাকুরিচ্যুত করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটারটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রীর পিএস সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব গৌতম চন্দ্র পাল।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির একান্ত সচিব (উপসচিব) এ.এস.এম. হুমায়ুন কবীরের মুঠোফোনে কল করলে তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি কোন মন্তব্যই করতে পারবো না।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …