Tuesday , 18 March 2025

২৮ বছর পর ঈদ আড্ডায় নোয়াখালী এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুরা।

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের প্রানবন্ত ঈদ আড্ডা হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর জেলার বিভিন্ন স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুরা মিলবন্ধনে একত্রিত হয়। চলে হাসি ঠাট্টা আনন্দ। এ এক অন্যরকম পরিবেশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দূর দূরান্ত থেকে বন্ধুরা নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে। এরপর কলেজের দিঘির পাড়ে গাছের ছায়ায় সবুজ ঘাসের ওপর চলে বন্ধুদের পুরোনো দিনের স্মৃতিচারণ। আড্ডায় যোগ দিতে আসা বন্ধুদের মধ্যে কেউ এখন পেশায় শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ সাংবাদিক, কেউবা সফল ব্যবসায়ী, কেউ সরকারি বেসরকারি বা বহুজাতিক কোম্পানীতে কর্মরত, কেউবা নিজেকে ব্যস্ত রেখেছেন রাজনৈনিক এবং সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে।

 

 

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দূর দূরান্ত থেকে বন্ধুরা নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে। এরপর কলেজের দিঘির পাড়ে গাছের ছায়ায় সবুজ ঘাসের ওপর চলে বন্ধুদের পুরোনো দিনের স্মৃতিচারণ।

অনেকদিন পর প্রিয় বন্ধু, প্রিয় সহপাঠিদের একসাথে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। দুপুর আড়াইটা পর্যন্ত চলে আড্ডা, খুনসুটি, ছবি তোলা। মাঝে বন্ধু মানিকের বাসা থেকে নিয়ে আসা কাঁচা আমের তরতাজা জুস ও হালকা নাস্তা সবাইকে চাঙ্গা করে রাখে। আড্ডার ফাঁকে সবার সম্মতিক্রমে প্রতি বছর এমন আড্ডা আরো বর্ধিত কলেবরে করার পরিকল্পা এবং বাদ পড়া বন্ধুদের whatsapp গ্রুপে যুক্ত করার সিদ্ধান্ত হয়।

Check Also

সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড জানপুর এলাকাবাসির অংশগ্রহণে কাটাখালী – খালের সমস্যা সনাক্তকরণ, অগ্রাধিকার নির্ধারণ ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ১৮ ই মার্চ ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন …