।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধিঃ ।।
আজ ২৯/১০/২০২৩ তারিখ রোজ রবিবার নিঝুমদ্বীপের দক্ষিণে তিন চর নামক নদী থেকেমৎস্য আহরণকালীন ২ টি মাছ ধরার ট্রলার সহ ২৯ জন জেলে ও ২০০ কেজি মাছ ২ হাজার মিটার জাল আটক করা হয়।
জব্দকৃত ট্রলার ও জাল নিঝুম দ্বীপের মেম্বারের জিম্মায় রাখা হয় বলে জানিয়েছেন এবং উদ্ধার করা অর্ধেকভাগ মাছ নিঝুমদ্বীপের এতিমখানায় বিতরণ হয়। অর বাকী মাছ গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে হাতিয়ার অন্যান্য এতিম খানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ। পরবর্তীতে সুরাইয়া আক্তার লাকী ,উপজেলা নির্বাহী অফিসার ও জনাব গোলাম সরওয়ার, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৭ জনকে ৫০০০ টাকা করে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত ট্রলার ও জাল নিঝুম দ্বীপের মেম্বারের জিম্মায় রাখা হয় বলে জানিয়েছেন এবং উদ্ধার করা অর্ধেকভাগ মাছ নিঝুমদ্বীপের এতিমখানায় বিতরণ হয়। অর বাকী মাছ গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে হাতিয়ার অন্যান্য এতিম খানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’