শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
(ক্যাপশনঃ পাংশার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে অতিথিবৃন্দ)

পাংশার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল কর্মী সমাবেশ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্থানীয় নেতাদের মধ্যে ইকবাল হোসেন, মতিয়ার বিশ্বাস, আব্দুল হাই, সোহরাব হোসেন মেম্বার, শাহিন মেম্বার, জিয়াউর রহমান, মনোয়ার হোসেন, শাজাহান মন্ডল ও মকবুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কশবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী,

পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. নাজমুল হাকিম রুমি, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম মারুফ, কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার, পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল,

পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মনছুর সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি …