সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪

গোয়ালন্দে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় বক্তারা ভূমিসেবার বিষয়ে উপস্থিত সকলের মধ্যে ভূমি সংক্রান্ত জটিল সমস্যার সহজ সমাধানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে ৩৬ জন ভূমিহীনদের নিজ নামজারী পত্র প্রদান করা হয়।

শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে সকলের অংশগ্রহণে র‍্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: মোরশেদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌরসভার প‍্যানেল মেয়র ফজলুল হক, নাসির উদ্দিন রনি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ভূমিসেবার বিষয়ে উপস্থিত সকলের মধ্যে ভূমি সংক্রান্ত জটিল সমস্যার সহজ সমাধানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে ৩৬ জন ভূমিহীনদের নিজ নামজারী পত্র প্রদান করা হয়।

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …