Tuesday , 18 March 2025

চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

॥ জি এম শাকিল, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ॥

বাংমরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে নোয়াখালী চাটখিল উপজেলার বদলকোটে ইউনিয়নের ২০২৩ সালের এইচএসসি এবং ইবতেদায়ী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

 

প্রধান অতিথি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে তোমরাই আগামীতে চাটখিল উপজেলাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

রোববার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার বদলকোট ইউনিয়নে রহমানিয়া এস ডি টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

মেীলভি মোহাম্মদ উল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার শামসুল করিম খোকন, বিশেষ অতিথি ছিলেন ০৪ নং বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান শেখ,শিক্ষানুরাগী শাহআলম, সমাজসেবক হারুন অর রশিদ,ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল হাই , ওয়ার্ড মেম্বার আরিফ খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাইয়েদ আমিন সাকিব ।

প্রধান অতিথি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে তোমরাই আগামীতে চাটখিল উপজেলাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।অনুষ্ঠান সঞ্চালন করেন, পরিচালনা করেন রহমানিয়া এস ডি টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রুহুল আমিন।

Check Also

সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড জানপুর এলাকাবাসির অংশগ্রহণে কাটাখালী – খালের সমস্যা সনাক্তকরণ, অগ্রাধিকার নির্ধারণ ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ১৮ ই মার্চ ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন …