বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪

গোয়ালন্দে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২২ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অর্জনকারী ও জিপিএ ৫ প্রাপ্ত ৭৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২২ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অর্জনকারী ও জিপিএ ৫ প্রাপ্ত ৭৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত মডেল মসজিদের হলরুমে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও তাদের মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সী,

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার মোস্তফা ইন্ড্রাসট্রিস লি: এর পরিচালক ও মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সেলিম মুন্সিসহ ও কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Check Also

হাসিনা না পালালে দেশে গৃহযুদ্ধ হতো- ইসমাইল সম্রাট

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ “নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর …