সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪

দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন নির্মাণাধীন ঘরের মেঝো থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ( মুক্তি মহিলা সমিতি) নির্মাণাধীন ঘরের মেঝো  থেকে অজ্ঞাত যুবকের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৬ মার্চ বৃহস্পতিবার ভোরে  স্হানীয়রা  লাশটি যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির নতুন নির্মাণাধীন ঘরের মেঝো তে মাটি চাপা অবস্থায়  হাত বের হতে থাকা  দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

 

যুবকের শরীরে  কালো রঙের কোর্ট হাফহাতা গেঞ্জি পরনে  কালো রঙের প্যান্ট, পায়ে কেসড পরা।  বয়স অনুমানিক ২৪

সকাল ৯ টার সময় গোয়ালন্দ ঘাট থানা  পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের লাশ টি উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা হত্যা করে  যুবকে হত্যা করে মুক্তি মহিলা সমিতির নতুন ঘরের মেঝোতে  মাটি চাপা দিয়ে রেখেছে।
যুবকের গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। নির্মাণাধীন ভবনের ওয়ালের ও কাঠে রক্তের দাগ  রেয়েছে।
যুবকের শরীরে  কালো রঙের কোর্ট হাফহাতা গেঞ্জি পরনে  কালো রঙের প্যান্ট, পায়ে কেসড পরা।  বয়স অনুমানিক ২৪
দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মন্জু বলেন, মধ্যে রাত পর্যন্ত নৈশপ্রহরী ছিলো। নৈশপ্রহরী ঘুমানোর পর কে বা কারা নতুন ঘরের মেঝোতে যুবককে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছে। ভোরে নৈশপ্রহরী নতুন ঘরের ইটে পানি দিতে গেলে যুবকের হাত  বের হতে দেখে চিৎকার করে। পরে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ টি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর বলেন, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে,তাদের কাজ সম্পূর্ণ হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

 

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …