Friday , 4 April 2025

মৃত বাঘের চামড়া সংরক্ষণ ও কংকালের স্কেলিটন তৈরি করেছে বনবিভাগ

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

দীর্ঘ এক বছর প্রচেষ্টার ফলে বাঘের একটি স্কেলিটন তৈরি করতে সক্ষম হয়েছেন বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় ২০২২ সালের ২৯ জানুয়ারী বয়স্কজনিত কারণে মারা যাওয়া বাঘটির এ স্কেলিটন করা হয়।

 

বয়স্কজনিত কারণে গত বছরের ২৯জানুয়ারী মারা যাওয়া বাঘটির চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে একটি স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির জানান, বয়স্কজনিত কারণে গত বছরের ২৯জানুয়ারী মারা যাওয়া বাঘটির চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে একটি স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ। এরপর থেকেই কাজ শুরু করে পুরো এক বছর লেগেছে মেডিসিন দিয়ে চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে স্কেলিটন (বাঘের অভায়ভ) তৈরিতে।

চামড়া ও স্কেলিটন’র দীর্ঘ স্থায়িত্ব করার জন্যই ধাপে ধাপে প্রক্রিয়াজাত করায় লম্বা সময় লেগেছে। ভবিষ্যতে বাঘের এ চামড়া ও কংকালের স্কেলিটন পরিদর্শনের জন্য করমজল ইন্টারপিটিশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হবে। তবে কবে এগুলো রাখা হবে তার সময় এখন নির্ধারণ করতে পারেনি বনবিভাগ।

 

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …