Thursday , 29 January 2026

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল চালক

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পথচারীকে শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। নিহত সূর্য লাল (৫০) উপজেলার পূর্ব পরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে।

 

এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সূর্য। যাত্রা পথে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে আসার পর হঠাৎ পথচারী এক শিশু তার মোটরসাইকেলের সামনে পড়ে যান।

এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনির্তেবে খোজখবর নিয়ে পরে জানানো হবে।

Check Also

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও …