বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪

মোংলা থানা পুলিশের অভিযানে ২ মাদক ব্যাবসায়ী আটক

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক এর দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি আটক ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোংলা উপজেলা জুড়ে মোংলা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও মাদক ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং আটকে মোংলা থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

 

সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোংলা উপজেলা জুড়ে মোংলা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও মাদক ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং আটকে মোংলা থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

মোংলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই মামুন শেখ ও এ এস আই জসিম উদ্দিন সহ মোংলা থানা পুলিশের একটি চৌকস টিম মোংলা পৌর শহরের দিগরাজ এলাকায় রাত ৩ টায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা সহ তরুন ঘরামীর ছেলে দিপু ঘরামি (৪০) ও মোংলা কুমারখালি এলাকা থেকে সকাল ১১ টায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বায়ারা গ্রামের মোমতাজ মিয়ার ছেলে নুরুল আলম শামীম (৫০) কে ৬০০ গ্রাম গাজ সহ আটক করতে সক্ষম হয়।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ।

Check Also

হাসিনা না পালালে দেশে গৃহযুদ্ধ হতো- ইসমাইল সম্রাট

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ “নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর …