সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে- রাজবাড়ীতে ইসি আলমগীর

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গত নির্বাচনে আপনারা দেখেছেন মাঠে শুধু আর্মি থাকেনি সেখানে পর্যাপ্ত আনসার, পুলিশও ছিলো, তেমনি এবারও উপজেলা পরিষদের নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে র‍‍্যাব, পুলিশ, আনসার মোতায়েন থাকবে এছাড়াও সকল নিরাপত্তা ব্যাবস্থা থাকবে।

 

প্রতিটি কেন্দ্রে গাছ পালা রয়েছে, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। বিগত দিনে প্রতিটি নির্বাচনে ভোটারদের সংখ্যাও ভালো ছিলো, আশা করছি এবারও মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, তীব্র তাপমাত্রায় আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও কিন্তু নির্বাচন বন্ধ হয়নি। এটাও প্রথম না, এরআগেও আমাদের দেশে কিন্তু তাপদাহের মধ্যে নির্বাচন হয়েছে। সুতরাং চলমান তাপদাহের মধ্যে একটু কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে।

তাছাড়া আমাদের অধিকাংশ স্থায়ী কেন্দ্র গুলো পাকা। প্রতিটি কেন্দ্রে গাছ পালা রয়েছে, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। বিগত দিনে প্রতিটি নির্বাচনে ভোটারদের সংখ্যাও ভালো ছিলো, আশা করছি এবারও মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে।

ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন- ২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, (৪৭ বিজিবি) এর সেকেন্ড কমান্ড মেজর রকিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. মোরশেদা খাতুন সহ রাজবাড়ীর বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, থানার ওসি প্রমুখ।

Check Also

সলংগায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৫

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি …