Friday , 11 July 2025

নবাবগঞ্জে “১৭ আনসার ব্যাটালিয়ন এর বৃক্ষরোপন অভিযান “

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৩” আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন। সে প্রেক্ষিতে অদ্য ২৫/০৬/২০২৩ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় ১৭ আনসার ব্যাটালিয়ন,কলাকোপা, নবাবগঞ্জ,ঢাকাতে বৃক্ষের চারা রোপণ করা হয় ।

 

ফলজ , বনজ ও ভেষজ এই ০৩ (তিন) ধরনের মোট ১৫০ টি চারা গাছ রোপণ করা হয়

ফলজ , বনজ ও ভেষজ এই ০৩ (তিন) ধরনের মোট ১৫০ টি চারা গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৭ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক জনাব মোঃআমমার হোসেন ; জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পরিচালক; জনাব মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডার ; জনাব মৃত্যুঞ্জয় ঘোষ , সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডার এবং বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …