বুধবার , ২৪ জুলাই ২০২৪

উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণ দিলো কোস্ট গার্ডের পরিবার কল্যাণ সংঘ

॥ মাসুদ রানা, মোংলা প্রতিনিধি ॥

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলার উপকূলের দরিদ্র শ্রেণী পেশার লোকজনের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণাদী বিতরণ করেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন’র মোংলা এনেক্স চত্বরে এ আর্থিক অনুদান, ভ্যান, সেলাই মেশিন ও গরু বিতরণ করা হয়।

 

পরে অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা ও মৃৎ শিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের চেয়ারময়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি শারমিন এরশাদ গরীব ১২জন শিক্ষার্থীকে নগদ অনুদান, ৮জন অসহায়কে ভ্যান ও ৮জন দরিদ্র ও বিধবাদের সেলাই মেশিন এবং ১টি অস্বচ্ছল পরিবারকে বাচ্চাসহ গাভী প্রদাণ করেন।

পরে অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা ও মৃৎ শিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের চেয়ারময়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২সাল হতে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলের অসহায়-দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ধরণের উন্নয়ন সহায়তা প্রদাণ করে আসছেন।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …