Wednesday , 16 July 2025

“ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক জামিনে মুক্ত”

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি দীর্ঘ ১মাস কারাভোগের পর আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হয়ে আসেন।

 

 

রাজধানীর নয়া পল্টন এলাকায় বিএনপির কার্যালয় থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শাহবাগ ও পল্টন থানায় ৯টি মামলা ছিল।

 এ সময় কারাগার গেটের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ অপেক্ষারত শতশত বিএনপির নেতাকর্মীরারা তাকে ফুলের মালাদিয়ে বরন করে নেন।গত ৭ডিসেম্বর রাজধানীর নয়া পল্টন এলাকায় বিএনপির কার্যালয় থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শাহবাগ ও পল্টন থানায় ৯টি মামলা ছিল। তার জামিনের কাগজপত্র দুপুরে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে। কাগজপত্র যাচাই-বাছাই ও অন্যান্য কার্যাদি শেষে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

Check Also

উল্লাপাড়ায় সরকারী অফিস দখল করে জামায়াতের দলীয় কার্যালয়

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের …