Saturday , 18 January 2025
এ আর আজাদ সোহেল

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ২৬ ডিসেম্বর সোমবার দুপুরে নোয়াখালী জেলা পরিষদ হল রুমে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মত বিনিময় করেছেন।

এ সময় জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

দীর্ঘ ৪০ বছর বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে অনেক ত্যাগ তিথিক্ষার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাই আমাকে মূল্যায়ন করেছেন ।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার সিকদার, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল প্রমুখ ।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানকে নোয়াখালী প্রেসক্লাবের একটি বহুতল ভবন নির্মানের জন্য প্রস্তাব রাখেন বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার সিকদার। চেয়ারম্যান পিন্টু বলেন,

দীর্ঘ ৪০ বছর বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে অনেক ত্যাগ তিথিক্ষার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাই আমাকে মূল্যায়ন করেছেন ।

আজ আপনাদের যে ভালবাসা পেয়েছি আমি দায়িত্বে থাকা অবস্থায় সর্বপ্রথম কাজ হবে নোয়াখালী প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করা এবং যতদিন বেঁচে থাকবো নোয়াখালী বাসীর কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

এ ব্যপারে আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আনম খায়রুল আনাম সেলিম ভাই,

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সহ সকল সংসদ সদস্যবৃন্দ,জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারন সম্পাদক পৌর মেয়র সহিদ উল্লা খান সোহেল,

সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। এছাড়া জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Check Also

সুবর্নচরে চেয়ারম্যানের বাড়িতে হামলা,ভাংচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের …