Wednesday , 11 December 2024

রুপপুরের মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে বিদেশী জাহাজ “এমভি আনকা সান” মোংলা বন্দরে

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পন্যের আরো একটি চালান নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে “এমভি আনকা সান” নামে বিদেশী জাহাজ। শনিবার (০৬ মে) সকার ১১ টা ৪৫ মিনিটের দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে জাহাজটি পৌছায়। এবারের চালানে এক হাজার ৬শ ২৭ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে।

 

গত ৩ এপ্রিল জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী “এমভি আনকা সান”। জাহাজটি নৌ-পথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে পৌছাতে এক মাস ৪ দিন সময় লেগেছে।

পাবনায় নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পন্য নিয়ে আরও একটি বিদেশী বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে এসে নঙ্গর করেছে। শনিবার (৬ মে) দুপুর পোনে ১২টার দিকে বন্দরের ৮নম্বর জেটিতে নঙ্গর করে এ জাহাজটি। এবারের চালানে ৬শ ৩০ প্যাকেজে এক হাজার ৬২৭, দশমিক ৯০৪ মেট্রিকটন বিভিন্ন মেশিনারি পণ্য রয়েছে।

গত ৩ এপ্রিল জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী “এমভি আনকা সান”। জাহাজটি নৌ-পথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে পৌছাতে এক মাস ৪ দিন সময় লেগেছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা এসকল মেশিনারিজ যন্ত্রাংশ শনিবার (৬ মার্চ) বিকালের পালা থেকে খালাস কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ এর প্রতিনিধিরা।

যা আগামী ২/৩ দিনের মধ্যে দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য বন্দর জেটিতে খালাস শেষে সড়ক পথে নির্মানাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লিঃ এর প্রতিনিধিরা। এর আগে গত ২৫ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ১৩শ ৬০ প্যাকেজে দুই হাজার ৪৮৫ মেট্রিকটন পন্য নিয়ে মোংলা বন্দরে খালাস করেছে বিদেশী জাহাজ “এমভি ইয়ামাল ওরল্যান”।

মেসার্স অভিরত এজেন্সি লি: এর জেনারেল ম্যানেজান শরিফুল ইসলাম মিলন বলেন, মোংলা বন্দর দিয়ে ইতি পুর্বে যতগুলো জাহাজ বোঝাই পন্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে, তাতে কোন রকম প্রতিবন্ধকতা সৃস্টি হয়নী। জাহাজ জট নেই, নেই কোন শ্রমিক সমস্যা। রুপপুরের মেশিনারিজ পন্য নিয়ে চলতি মাসের শেষের দিকে আরো একটি জাহাজ রুপপুরে নির্মানধীন বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসার কথা রয়েছে।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …