Wednesday , 11 December 2024

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কর্তৃক অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন গ্রেপ্তার

॥ পিয়াল আহমেদ, জয়পুরহাট প্রতিনিধি ॥

য়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌর এলাকা হতে এক অভিযানে ১৭(সতের) বোতল মাদকদ্রব্য FAIRDYLসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত বিশ্বাসপাড়া গ্রামস্থ ডাক বাংলো এর সামনে হইতে ১৭(সতের) বোতল মাদকদ্রব্য FAIRDYL উদ্ধার

য়পুরহাট জেলার জয়পুরহাট থানা এলাকায় ১৯-০৪-২০২৩ খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত বিশ্বাসপাড়া গ্রামস্থ ডাক বাংলো এর সামনে হইতে ১৭(সতের) বোতল মাদকদ্রব্য FAIRDYL উদ্ধারসহ ১। মোঃ রিতম ইসলাম(৩০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-শান্তিনগর, ২। মোঃ মাহদুদ হাসান(৩০), পিতা-মৃত-আলম হোসেন, সাং-ধানমন্ডি, উভয় থানা ও জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন। তাহাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে, উভয় আসামীর বিরুদ্ধে পূর্বের ০১টি করে মাদক মামলা বিচারাধীন রয়েছে।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …