মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪

গোয়ালন্দ ভুল নাম্বারে হতদরিদ্র কর্মসূচির টাকা, উদ্ধার করে দিলো পুলিশ।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে হতদরিদ্র কর্মসূচি প্রকল্পের ষোল হাজার টাকা ভুল নাম্বারে চলে যাওয়ায় প্রকৃত টাকার মালিক কে উদ্ধার করে দিয়েছে পুলিশ।

 

ভুক্তভোগি কনা বেগম বলেন, হতদরিদ্র কর্মসূচির চল্লিশ দিনের কর্মসূচিতে তিনি কাজ করেছেন। তার টাকা ভুল নাম্বারে চলে যায়। এ বিষয়ে তিনি গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন। তার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ মোবাইল ফোন নাম্বার সনাক্ত করে টাকা উদ্ধার করে।

জানাযায়, উত্তর দৌলতদিয়া তাহের কাজীর পাড়া গ্রামের মৃত হারুন সরদারের স্ত্রী কনা বেগম ( ৫২) সরকারের দারিদ্র্য দূরীকরণ হতদরিদ্র কর্মসূচিতে ৪০ দিন কাজ করেছে। তার কাজের মুজুরি ষোল হাজার টাকা ভুল মোবাইল নাম্বার নগদ একাউন্টে চলে যায়। সে গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করেন।

সাধারণ ডায়েরির সূত্র ধরে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নগদ একাউন্টে চলে যাওয়া মোবাইল নাম্বার সনাক্ত করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিক কনা বেগমের হাতে তুলে দেন।

ভুক্তভোগি কনা বেগম বলেন, হতদরিদ্র কর্মসূচির চল্লিশ দিনের কর্মসূচিতে তিনি কাজ করেছেন। তার টাকা ভুল নাম্বারে চলে যায়। এ বিষয়ে তিনি গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন। তার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, সরকারের হতদরিদ্র চল্লিশ দিনের কর্মসূচির টাকা প্রকৃত মালিকের মোবাইলে না গিয়ে অন্য একটি নগদ একাউন্ট মোবাইল নাম্বারে চলে যায়। এ বিষয়ে ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে এক দিনের মধ্যে নাম্বার টি সনাক্ত করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট তুলে দেই।

Check Also

নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি-মাদকসহ গ্রেপ্তার-৫

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি, ও …