Saturday , 30 August 2025

ফ্যাসিস্ট ও গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগ পুনুরুত্থানের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ফ্যাসিস্ট ও গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি।

 

কোনভাবেই আওয়ামী লীগকে কোন ইস্যুতেই মাঠে নামতে দেয়া হবেনা। তারা দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা চালালে তা প্রতিহতসহ কঠোর জবাব দেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় পৌর মার্কেটের সামনে এ সমাবেশ করেন তারা। এর আগে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আওয়ামী লীগকে গনহত্যাকারী ও স্বৈরাচার আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা।

এ সময় বক্তারা বলেন, কোনভাবেই আওয়ামী লীগকে কোন ইস্যুতেই মাঠে নামতে দেয়া হবেনা। তারা দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা চালালে তা প্রতিহতসহ কঠোর জবাব দেয়া হবে। এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ইস্যুতে প্রশাসনকে সর্তক এবং কঠোর ভূমিকা পালনের আহবাণ জানান বক্তারা।

Check Also

রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না: বিএনপি কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন অখণ্ড …